নয়ন ইসলাম শুভ,স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া
উপজেলার মহিষা পাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে কামাশ শেখ( ৩৫) দেশীয় অস্ত্র বানানোর কারিগরকে গ্রেপ্তার করে লোহাগড়া থানার কিছু চৌকস অফিসার।
মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪ টার দিকে লোহাগড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাড়িতে কামাশ শেখ দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র বানিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই শাফায়েত, এসআই সরল কুমার, এএসআই কাজল হোসেন এর নেতৃত্বে তাদের সঙ্গীয় ফোর্সসহ আসামিকে দেশীয় অস্ত্র বানানো অবস্থায় লম্বা ৮টি এবং গোল ৮টি মোট ১৬ টি ব্যারেল উদ্ধার করে লোহাগড়া থানার পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান । পরে তিনি বলেন আসামির সাথে যারা জড়িত আছে তাদের ধরার চেষ্টা চলছে এবং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy