ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে ১৩ লাখ টাকা ব্যয়ে পয়শা ঈদগাহ কবরস্থানের উন্নয়ন মূলক (ঢালাই) কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে এ ঢালাই কাজের উদ্বোধন করেন ২য় বারের মতো নবনির্বাচিত বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার। ভার্চুয়াল ভাবে উদ্বোধন কাজে অংশগ্রহণ করেন পয়শা ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ নূরু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আবুল বাশার, আঃ রহিম শেখ, আবুল হাসেম দেওয়ান, আবুল দেওয়ান, আনোয়ার হোসেন খান,বিল্লাল হোসেন বেপারী, মো. জাফর রাজ,মো. মাহতাব সরদার সাংবাদিক তাজুল ইসলাম রাকিব প্রমূখ।
বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার জানান লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদারের সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ সাহেব ১৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। মহিউদ্দিন আহমেদ পর্যায়ক্রমে আরোও বরাদ্দ প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন নূরু ভাই, রশিদ শিকদার, আনোয়ার মোল্লা,খলিল শিকদার, হারুন মোড়ল, আনোয়ার হোসেন খান,এম. আহমেদ বেপারী সহ এ কমিটির মাধ্যমে বিগত দিনে প্রায় আড়াই- তিন কোটি টাকার কাজ করা হয়েছে। বাকি কাজ করতে আরো ১ থেকে দেড় কোটি টাকার প্রয়োজন। বাকি কাজ সম্পন্ন করতে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy