প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৯:৫৫ পি.এম
লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি-এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা.সাজেদা সরকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান,জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।#
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy