প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৭:২৬ পি.এম
লৌহজংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
নবনিযুক্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের লৌহজং উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ইউএনও মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, কলমা ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল মোতালেব, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গাওদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বেপারী, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক প্রমুখ।
সভায় চলমান মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে আলোচনায় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ বছর মা ইলিশ শিকারে জেলেরা অপ্রাপ্ত বয়স্ক শিশুদের মাছ শিকারে ব্যবহার করা হচ্ছে। ৮ দিনে আটক ১১২ জন জেলের মধ্যে ৩৭ জনই শিশু।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আটক শিশু জেলেদের অভিভাবকদের ডেকে সতর্ক করার পরামর্শ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy