প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৭:২০ পি.এম
লৌহজংয়ে দুই মাদক ব্যবসায়ী আটক নগদ অর্থদণ্ডসহ ৬ মাসের জেল
ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বুুধবার সকাল ১১টার দিকে উপজেলা
মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কেরানিবাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার
হামিদ। এসময় নাজমুল খান (৩০) ও শাহদাত মোল্লার (২৫) কাছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ
গ্রেফতার করা হয়।
পরে দুপুরে মুন্সীগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার সহযোগিতায়
আটককৃত দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সে সাথে আটককৃত মাদক আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। এবং আসামিদের
মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল খান (৩০) মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া
গ্রামের মৃত নাজির খানের পুত্র ও মো. শাহদাত মোল্লা (২৫) একই
ইউনিয়নের যশলদিয়া গ্রামের রিয়াজুর মোল্লার পুত্র।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান,
জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় লৌহজংয়ে মাদক নির্মূল
অভিযানসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল
মহোদয়ের নির্দেশনায় আমরা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল
কোর্ট পরিচালনা করছি। সে লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছি। এবং আমাদের অভিযান চলমান থাকবে।#
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy