প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২১, ১০:৩৭ পি.এম
লৌহজংয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০১৯ সম্পর্কে অবহিতকরণ সভা
ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ সভা ও বাস্তবায়ন বিষয়ক সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন। এতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আসিফ আল আজাদ। এ সময় বক্তব্য রাখেন কনজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব লৌহজং উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ঝিলু, সহসভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ পিন্টু প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলার হাটবাজারের ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার ও আইন প্রয়োগকারী সংস্থাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন করার উপর জোর দেন। সভায় উপজেলার প্রতিটি বাজারে স্থায়ী ফলের দোকান ও চালের বস্তায় মূল্য তালিকা রাখার সুপারিশ করেন। এছাড়া প্রোজেক্টরের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy