প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২১, ১০:০৯ পি.এম
লৌহজংয়ে রোটারী ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করেছে রোটারী ক্লাব অফ ঢাকা প্রিমিয়ার।
উপজেলার উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দরিদ্র মানুষদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও লেন্সসহ ছানি অপারেশন, দাঁত ও মেডিসিন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহনকারিদের মধ্যে চক্ষুরোগী ৫৬৮ জন, দাঁতের রোগী ৩৪০ জন ও মেডিসিনের রোগী ২১০ জন এবং ৪৫ জন রোগীর চোখের লেন্সসহ ছানি অপারেশন করা হয়।গতকাল শুক্রবার ছিল তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের সমাপনী।
সমাপনী দিন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিএম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রোটারী ইন্টারন্যাশনাল ক্লাবের জেলা গভর্নর রুবাইয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএম শোয়েব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল প্রমুখ।উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল হক বেপারী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল প্রমুখ।
এ চিকিৎসা কার্যক্রমে সহযোগী অংশীদার ছিলেন বেক্সি ফেব্রিক্স, ইউনিমেক্স টেক্সটাইল মিলস লিমিটেড, আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশন, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ময়না ও বেপারী প্রপার্টিজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy