ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী কর্তৃক লৌহজং থানা পাক-হানাদার মুক্ত দিবসটি পালিত হয়েছে।১৪ নভেম্বর রবিবার দুপুরে দিবসটি উপলক্ষে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলার প্রধান সড়কে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম বাহারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী বাদলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাশার, সাবেক কেন্দ্রীয় মহাসচিব ও এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী খসরু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ফকির,বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী বাদল, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ড. মজিবর রহমান, বিশিষ্ট অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক, বীর মুক্তিযোদ্ধা কবির কাজল প্রমুখ।
আলোচনা সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..