
ফৌজি হাসান খান রিকুলৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাড়ে তিন বছর পর চালু হলো ডেলিভারি সিজারিং কার্যক্রম। উপজেলার বেজগাও ইউনিয়নের শিমলা মনি (২০) নামক এক গর্ভবতী নারীর সিজারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার দুপুরে এনএসথিসিয়া ডাক্তার ডেলিভারি সিজারে সফলভাবে কন্যা সন্তানের জন্ম হয়।
জানা যায়, ২০১৮ সাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসথিসিয়া ডাক্তারের অভাবে ডেলিভারির সিজার বন্ধ ছিলো। চলতি নভেম্বর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসথিসিয়াটিস যোগ দেওয়ায় এখন থেকে সিজারিং চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল সালেহিন জানান, প্রায় সাড়ে তিন বছর আমাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সিজারিং বন্ধ ছিলো।আজকের এই ডেলিভারি সিজারিংয়ের মধ্যদিয়ে আবারও ডেলিভারি সিজারিংয়ের কার্যক্রম শুরু করা হলো। আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অনেক দিন অপারেশন থিয়েটর বন্ধ থাকার কারণে ছোট ছোট যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে।আমরা সেগুলো নতুন করে এনেছি।#
এ জাতীয় আরো খবর..
Leave a Reply