ডেস্ক: দেশের আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফারুক কাজী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর অ্যালিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কর্মজীবনে এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
শুক্রবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে আরশি জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
আরশি নিশ্চিত না কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে ফারুক কাজী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy