নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
শত্রুতার জের ধরে সাবেরাকে বেধর মারপিটের অভিযোগ উঠে, নওগাঁর পোরশায় ১নং নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী'কে বেপরুয়া ভাবে মারপিট।
আহত সাবেরাকে জিজ্ঞেসা বাদ করিলে তিনি বলেন আমার আদরের ছটো সোনা বাবু আরাফাত বড়োই গাছের নিচে বড়োই কুড়ানোকে কেন্দ্র করিয়া, পূর্বের পরিকল্পিত ভাবে আমিরুল ইসলাম (৪৫) পিতা আব্দুল কাইউম সাং-বিষ্ণপুর উপজেলা পোরশা জেলা নওগাঁ। আমার নাবালক ছেলেকে অন্যায় বাবে মারপিট করে।
ঘটনাস্থলে সাবেরা গেলে তাকে চুলের মুঠি ধরিয়া গালে মুখে থাপর মারে এবং পরনের দেহবস্ত্র টানিয়া খুলিয়া ফেলে সেই সময় আমিরুল ইসলাম পার্শ্বে থাকা আমের ডাল দিয়া কপালে আঘাত করিলে গুরুত্বর রক্তাক্ত জকম হয়।
সাবেরার স্বামী আবু তাহের গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্হলে গেলে তাকে আমিরুল ইসলাম অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার উদ্দেশ্য বাড়ী থেকে তৈরীকৃত মিষ্টির গরম সিরা ও তেল নিক্ষেপ করিরে আবু তাহের বাম হাত পুড়িয়া
ঝলসাইয়া যায়, আবু তাহের ও তার স্ত্রী কে গ্রামের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া আসে এবং জরুরী বিভাগে ভর্তি করেন তারা দুইজনী চিকিৎসা ধিনআছে ও পোরশা থানায় অভিযোগ করেন বলে জানান আবু তাহের।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy