রফিক তালুকদার, চট্টগ্রাম থেকে
আষাঢ় শ্রাবণের বর্ষাকাল শেষে শরতের আগমন হলেও নীল শাড়িতে সাজেনি আকাশ, সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি, এ যেন এক অন্যরকম শরত।
চট্টগ্রাম আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত। যা অব্যাহত থাকতে পারে আরও দুইদিন। ।
এতদিন হাল্কা হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা অব্যাহত থাকে রাতভর। ফলে নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মানুষ।
এ ধরণের জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন কর্মজীবী নারীরা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় কর্মস্থলে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, বুধবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে, যা আরও দুইদিন থাকতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy