সাব্বির হোসেন শরনখোলা সংবাদদাতাঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় অতিদরিদ্রদের দারিদ্র বিমোচনে ও টেকসই উন্নয়নের লক্ষে প্রসপারিটি প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সবার আয়োজন করে।
সংস্থার ফোকাল পার্সোন মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ।
সভায় আলোচনা করেন, প্রসপারিটি প্রকল্পের ডেপুটি ফোকাল পার্সোন সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, কোডেকের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান, শরণখোলার শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় অতিদরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy