ডেস্কঃ
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের শরীয়তপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ। কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার, মনোহর বাজার, শরীয়তপুর- মাদারীপুর সড়কের আংগারিয়া ব্রিজ এলাকাসহ পৌরসভার বিভিন্ন স্থানে শনিবার বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ২৫ জনকে মোট ৬,৬০০ (ছয় হাজার ছয়শত ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় বিভিন্ন দোকান বিকাল ৪টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পারস্পরিক দুরত্ব কমপক্ষে ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে বলে জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy