জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের মাননীয় প্রধানম্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়ট) এ বিভিন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৮ অক্টোবর সকাল ১০টায় স্টুডেট ওয়েলফেয়ার স্টোরের সম্মুখে বৃক্ষরোপণ, সকাল সাড়ে ১০টায় স্টুডেট ওয়েলফেয়ার স্টোরে শিশু চিত্রাংকন প্রতিযাগিতা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যা ৬টায় স্টুডেট ওয়েলফেয়ার স্টোরে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেটারী প্রদর্শন করা হবে।
উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে।