মো:ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার রাসেদুল হাসান শাওনের হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে বিলবিলাস বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত লোক অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার আহসান উদ্দিন, নূরুল ইসলাম, নিহতের বড় ভাই সাগর খন্দকার, ও মাহাবুব। এ সময়ে বক্তরা শাওন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উল্লেখ্য, গত ২৪ আগষ্ট সোমবার প্রকাশ্যে ছুরিকাঘাত করে শাওনকে রক্তাক্ত জখম করে রাজিব রাজা নামে এক ঘাতক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার কয়েক ঘন্টার পরেই ঘাতক রাজিব রাজা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।