চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। আগের দেখায় ক্লাবটির বিপক্ষে হারতে হয়েছে মাদ্রিদিস্তাদেরকে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ১১টা ৫৫ মিনিটে।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে হারজিতের দোলাচলে পার করছে লস ব্লাঙ্কস। লা লিগায় সবশেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ক্লাব দেপোর্তিভো আলাভেসের কাছে হারের তেতো স্বাদ পায় জিদান শিষ্যরা। তবে চ্যাম্পিয়নস লিগের সবশেষ দুই ম্যাচে জয় পাওয়ায় কিছুটা নির্ভার ১৩ বারের শিরোপা জয়ীরা।
এবার চ্যাম্পিয়নস লিগের ফিরতি পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। গ্রুপ বি’তে এ পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় অবস্থানে স্প্যানিশ জায়ান্টরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৩-এ শাখতার।
যদিও গ্রুপপর্বের ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের ক্লাবটির কাছে ৩-২ ব্যবধানে হেরেছিলো রিয়াল। এবার সেই হারের আক্ষেপ ভুলে, শেষ ষোলোর দৌড়ে এগিয়ে যেতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না জিদানের দল।
শক্তিমত্তা কিংবা কাগজে-কলমে শাখতার দোনেৎস্কের চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন লিগে দু’দলের তিনবারের দেখায় লস ব্লাঙ্কোসদের ২ জয়ের বিপরীতে স্বাগতিকদের জয় মাত্র ১টি। তারপরও টেবিলের সমীকরন মাথায় না রেখে, দু’দলই মাঠের লড়াইয়ে সেরাটা দিতে মুখিয়ে আছে।
এদিকে, রিয়াল শিবিরে ইনজুরির কালো মেঘ ভর করেছে। পায়ের পেশিতে চোটের কারনে দানি কারভাহাল, সার্জিও রামোস, ভালভার্দে থাকছেন মাঠের বাইরে। সে সাথে এডেন হ্যাজার্ডের সার্ভিসও মিস করবে রিয়াল শিবির। তবে দলের জন্য সুখবর, শতভাগ ফিট হয়ে একাদশে ফিরছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। আর আক্রমণভাগে ভিনিসিয়াস-রদ্রিগোর ওপর পূর্ণ আস্থা রেখেছেন কোচ জিনেদিন জিদান।
অন্যদিকে, শাখতার শিবিরেও ইনজুরির সমস্যা রয়েছে। তারপরও আসরের প্রথম ম্যাচে জয়ের অনুপ্রেরণা নিয়ে আবারো রিয়ালকে চমকে দেয়ার প্রহর গুনছে শাখতার। তবে ইতিবাচক ফুটবল উপহার দিয়ে জয়ের ধারা ধরে রাখার প্রত্যয় রিয়াল মাদ্রিদের।