কাতারের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে দেশটি সফরে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। কিন্তু দেশটির রাজধানী দোহায় আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের চলা শান্তি আলোচনায় যোগ দিবেন না তিনি, তবে শান্তি আলোচনায় অংশগ্রহণরত আফগান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা। গনির একজন ঘনিষ্ঠ সহযোগী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গনি ও তার সফরসঙ্গীরা সোমবার কাতার যাওয়ার আগে প্রথমে কুয়েত থামবেন, সেখানে কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর কুলখানিতে উপস্থিত থাকবেন তারা। “আফগানিস্তান ও কাতারের মিত্রতা দৃঢ় করতে ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে আলোচনার জন্য বেশ কয়েকটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে,” বলেছেন ওই কর্মকর্তা। চলমান শান্তি আলোচনা তদারককারী একজন জ্যৈষ্ঠ পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আফগানিস্তানে সহিংসতা না কমায় ও তালেবানরা নিরপরাধ বেসামরিকদের হত্যা অব্যাহত রাখায় দোহায় প্রেসিডেন্ট গনি গোষ্ঠীটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন না। গত মাস থেকে আফগানিস্তানের সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানে সহিংসতা হ্রাস ও সম্ভাব্য ক্ষমতা-অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সহিংসতা অবসানের লক্ষে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। কিন্তু আলোচনায় অগ্রগতি বিভিন্ন কারণে বিঘিœত হচ্ছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। আফগানিস্তানের মধ্যস্থতাকারীরা প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যোগ দিলেও দেশটিতে সহিংসতা কমেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই ও আত্মঘাতী হামলায় বহু আফগান সৈন্য ও তালেবান যোদ্ধার পাশাপাশি অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy