"সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প" এর আওতায় নানিয়ারচর জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
"ধর্ম যার যার উৎসব সবার" সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির সেতু বন্ধন সৃষ্টিতে নিরলসভাবে এসব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
রোববার (২২ অক্টোবর) নানিয়ারচর জোনের আওতাধীন শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন, জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস.এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক তালুকদার, সাধারণ সম্পাদক নারায়ন সাহা, স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্তসহ সেনা অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে নানিয়ারচর জোন সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করবে।
তিনি আরো বলেন, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy