জিহাদ হোসাইন ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
এ ঘটনায় কয়েক বছর যাবত প্রতিবন্ধী কামাল হোসেন ও তাঁর স্ত্রী রানী বেগম (৪৫) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না পায়নি বলে জানা যায়। পরে ভুক্তভোগীর স্ত্রী রানী বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের সুদীর বাড়ির মৃত তাজুল ইসলাম পাটোয়ারীর ছেলে মনতাজ উদ্দিন (৬৫) এর কাছ থেকে বিগত ২০১৭ সালের মার্চ মাসের ১৮ তারিখে একই বাড়ীর প্রতিবন্ধী মোঃ কামাল হোসেন তাঁর স্ত্রী রানী বেগমের নামে ১৩৩৫ নং দলিল মূলে ১১ শতাংশ সম্পত্তি খরিদ করেন। জমি রেজিস্ট্রেশন করার পর ৭শতাংশ সম্পত্তি বুঝিয়ে দিলেও বাকি ৪ শতাংশ জমি অদ্যাবধি দখল বুঝিয়ে না দিয়ে দেবো-দিচ্ছি বলে নানান তাল বাহানা করতে থাকে অভিযুক্ত মনতাজ উদ্দিন।
এনিয়ে মনতাজ মিয়ার সাথে গণমাধ্যম কর্মীরা সরাসরি কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে পালিয়ে যায়।পরে অনেক যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম বলেন, আমরা স্থানীয় পর্যায়ে রানী বেগমের বিষয়টি নিয়ে সালিশে বসলেও মনতাজ ও তার লোকজন কোন সুদুত্তর দিতে পারেননি।এমনকি প্রতিবন্ধীর জমিও বুঝিয়ে দেন নি।'
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন জমি কেনার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, জমি বিক্রি করে দখল না বুঝিয়ে দেয়াটা অত্যন্ত দুঃখজনক! আমি উভয় পক্ষকে ডেকে আপোষ মীমাংসার চেষ্টা করব।'
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy