
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শার বেনাপোল সীমান্তে থেকে পালাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ মার্চ) দুপুরে
পৃথক অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শার চালিতাবাড়িয়া সোনাতনকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২১), শার্শার
শালকোনা (ডিহি) এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি বিশ্বাস (২২) ও বাগুড়ী গ্রামের ইয়াকুবের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার পালাতক আসামীরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেফতার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply