প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১, ৭:৫৪ পি.এম
শার্শায় পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ ১মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই(নিঃ)/ ফিরোজ এর নেতৃত্বে একটি চৌকস টিম ২৫শে সেপ্টেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে. শার্শা থানাধীন গোগা টু সাতমাইলগামী রোডের নতুন কবর স্থানের পাশে পাকা রাস্তার উপর থেকে১০(দশ) বোতল ফেন্সিডিল ও একটি বাইসাইকেল সহ মনিরুজ্জামান (৩৭)কে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। ব্যবসায়ী মনিরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy