প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ২:৩৯ এ.এম
শার্শায় বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার
,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার সীমান্ত থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
১৮অক্টোবর সোমবার ভোরে সীমান্তবর্তী গোগার একটি মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার দবির উদ্দিন এর নেতৃত্বে ১৭/৭এস ৪৪ আর পিলার হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠের মধ্যে হতে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি বলেন, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে । উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল বর্তমানে গোগা ক্যাম্পে জমা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলি শার্শা থানায় জমা দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy