প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২১, ৬:৫১ পি.এম
শার্শায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন

রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে অসহায় গরীব দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করে চলেছেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও যুবলীগ কর্মী ফেরদৌস আহমেদ "রাজু '।
প্রতিদিনই কোনো না কোনো জায়গায় শীতার্ত মানুষকে খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। পাগল ভিক্ষুক এতিম সহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করছেন এই তরুণ সমাজ সমাজসেবক।
তারই ধারাবাহিকতায়এবার নাভারণ ট্রাষ্ট মসজিদ ও এতিমখানা এবং আশরাফুল উলুম কওমী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কম্বল এবং মাষ্ক বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলার নাভারণ কাঁচা বাজার সংলগ্ন ফেরদৌস আহমেদ রাজুর নিজস্ব বাসভবনে এবং এতিমখানায় উপস্থিত হয়ে পৃথক পৃথক ভাবে ২ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন।
এসময় ফেরদৌস আহমেদ রাজু বলেন, এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের ও আশেপাশের প্রতিবেশি গরীব অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।
আমি মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য।
আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায় ও এতিম শিশুদের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি সমাজের ধনী বিত্তবানদের শীর্তাতদের পাশে দাড়ানোর আহবান জানান।
উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মিনহাজ উদ্দিন,
গ্রাম আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন সহ গ্রামের মোড়ল মাততববরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy