বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বসতপুর মাদ্রাসা মোড় থেকে দেশীমদ,ফেন্সীডিল ও মটরসাইকেল সহ দুজনকে আটক করেন বাগআচড়া ফাড়ি পুলিশ। সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেলের নির্দেশনায় শার্শা থানা, আওতাধীন বাগআঁচড়া
তদন্তকেন্দ্র পুলিশ শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫ই মার্চ সকালে অভিযান চালিয়ে মাদক কারবারী দুজনকে আটক করে। আটক কৃতরা হলেন- মো সাইফুল ইসলাম সাগর (৩৬), পিতা-মৃত নুরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনি ফারাজী (৫০), পিতা- রুহুল আমীন ফারাজী, উভয় সাং-লখপুর, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট।
এবিষয়ে শার্শা থানার ওসি জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছ। তাদের আদালতে প্রেরন করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply