প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:২০ পি.এম
শার্শায় মুষলধারে ধারে বৃষ্টি পাত তলিয়ে গেছে বাড়ি ঘর.পানি নিস্কাষনের ব্যবস্থা নেই
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা জুড়ে রাতভর মুষলধারে বৃষ্টি পাত হয়েছে।
২০শে সেপ্টেম্বর সোমবার গভীর রাত থেকে সকাল পযর্ন্ত বিরতিহীন ভাবে বৃষ্টি পাতে. উপজেলার প্রত্যন্ত গ্রামঞ্চলে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খালবিল.নদীনালা.মাঠের ধান অন্যান্য আবাদী ফসল সহ বসতবাড়ি .রাস্তাঘাট। এলাকার নিচু বসতবাড়ির আঙিনায় পানি থই থই করছে.এমনকি ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে।
এলাকাঘুরে দেখা গেছে বিশেষ করে উপজেলার নাভারন রেল ষ্টেশন এলাকার লাইন ধার দিয়ে ব্যাঙ্গের ছাতার মত গজে উঠা বস্তিতে পানির এদৃশ্য দেখা যায়। বস্তির পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। বস্তিবাসীর ফেলানো আবর্জনায় ভরে গেছে খালটি. ফলে মরা খালে পরিনত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ.দীর্ঘদিন খালটি খনন না করাই.পানি নিশ্কাষন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। একটু বৃষ্টি হলেই বাড়িঘর.হাটা রাস্তায় ঠাটু সমান পানি বাধে এবং চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এপানি দ্রুত নিস্কাশন ব্যবস্থা না করলে.পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি প্রয়োজন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy