প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ৫:৪৬ পি.এম
শার্শায় ২৯ মন্ডপে শারদীয় দূর্গাৎসব. সনাতন ধর্মবালম্বীদের মাঝে খুশির বন্যা
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে দূর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। দূর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করতে এখন চলছে রং তুলির খেলা। ভিন্ন রংয়ের বাহারে দূর্গাসহ অন্যান্য প্রতিমাকে সাজিয়ে তুলতে শিল্পীরা কাজ করে চলেছে নিরলস ভাবে।
করোনা মহামারীর মধ্যে এটি ২য় শারদীয় দূর্গাৎসব। এ বছর যশোরের শার্শা উপজেলার ২৯ পূজা মন্ডপে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব।
আনন্দঘন পরিবেশে ৬অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে দূর্গাপুজার শুভ সূচনা হবে। ১১অক্টোবর সোমবার থেকে ১৫অক্টোবর শুক্রবার শুভ বিজয়া দশমীর মধ্যে দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
সুষ্ঠ ও সুন্দর ভাবে পূজা উদযাপন করার লক্ষ্যে প্রতিটি মন্ডপে পরিচালনা কমিটি আছে । প্রতি বছরের ন্যায় এবারও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী সক্রিয় ভূমিকায় মাঠে কাজ করবে বলে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উর্দ্ধতন কৃর্তপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy