প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:১৪ এ.এম
শার্শায় ৬ বছরের এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় নেশাখোর যুবকের বিরুদ্ধে ৬ বছরের এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শার্শার লক্ষনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। অভিযুক্ত যুবক সামাজিক বিচার এড়াতে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার শার্শার লক্ষনপুর গ্রামের মাদকাশক্ত যুবক আসাদুজ্জামান আশা (২৬) প্রতিবেশি মিলন হোসেনের শিশু কন্যাকে একা পেয়ে মিষ্টি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। এরপর লম্পট আশা শিশুটির মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। এরপর শিশুটি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। এর পর থেকে মিলন পলাতোক রয়েছে। ধর্ষন চেষ্টাকারী আসাদুজ্জামান আশা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটি জানাজানি হলে গ্রামের একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কাউকে না জানাতে ও থানা পুলিশকে না বলতে প্রভাবশালী মহলটি শিশুটির পিতা মিলন হোসেনকে ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহূর্তে সংঘর্ষ বাধতে পারে বলে গ্রামবাসী আশংকা করছে।এব্যাপারে খোজখবর নিতে গেলে মিলন হোসেন ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। মিলন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ
রাখে।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগমের ব্যবহৃত মোবাইল ০১৭১৩৯১০১৯৮ নম্বরে একাধিক বার কল করলেও কোন সাড়া পাওয়া যাইনি।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তার কিছু জানা নেই।
তবে অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy