শার্শা ও ঝিকরগাছায় গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন
বেনাপোল (যশোর)প্রতিনিধি:সারাদেশের ন্যায় যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশন বিহীন গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় শার্শা সদর ও বাগআচড়া ইউনিয়নে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা বুথের মাধ্যমে ৬’শ জনকে এ টিকা প্রদান করা হয়।
অনুরুপ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে করোনা সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম সকাল ১০ টায় কুলবাড়ীয়া বিকেএস মাধ্যামিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়।
টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন ১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদের,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক,শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর কবির, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মামুন, আওয়ামীলীগ নেতা কবিরুজ্জামান মিঠু, নাজমুস সায়াদ,ইউপি সদস্য বজলুর রহমান,
ওজিয়ার রহমান, সাবেক মহিলা মেম্বার শামিমা পারভীন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ.সরকারী কর্মকর্তাগণ ও সাংবাদিক. স্থানীয় গন্যমান্য ও এলাকাবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy