শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জে জেলার শাল্লা উপজেলার হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে রবিবার বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এ মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বেলা ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কালে বক্তৃতায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক চক্র সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। হেফাজত নেতা অনুসারীরা এই সাম্প্রদায়িক হামলা চালিয়েছেন।
সাম্প্রদায়িক হামলাকারীরা মানবতার শত্রু এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপশক্তির চিহ্নিত ও গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
ডাক্তার এন.সি বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিলীপ কুমার দেব, নিরঞ্জন সিংহ, পরিমল প্রসাদ, বিধান সিংহ, প্রশান্ত কুমার রায় প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy