শাহজাদপুর প্রতিনিধি :
বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত্রে শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক নব্য জেএমবির এক সদস্যকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ হানিফ হোটেলের সামনে হতে শাহজাদপুর থানার মামলা নং-১৮, তারিখ ২১-১১-২০২০, ধারা সস্ত্রাস বিরোধী আইনের ২০০৯(সংশধোনী/১৩) এর ৮/৯/১০০/১১ এর পলাতক আসমী সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্য জুয়েল রানা (২০) গ্রেফতার করেছে র্যাব ১২ । জুয়েল রানা পাবনা জেলার সাথিয়া থানার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে । বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১২ । সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার প্রণব কুমার সরকার। র্যাব- ১২ এর পক্ষ হতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হানিফ হাইয়ে হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ০১টি জিহাদী বই, ০১টি তালেবানি বই ও ০৭টি জিহাদী লিফলেটসহ নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করে র্যাব-১২ সদস্যগণ । তিনি জানান গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে । উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের শেরখালি উকিলপাড়ার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করে র্যাব । এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন জুয়েল রানা ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy