শাহজাদপুর প্রতিনিধি :
শাহজাদপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো মহান বিজয় দিবস। যদিও এবার করোনা ভাইরাসের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে । হাইস্কুল মাঠের কুচকাওয়াজসহ ব্যাপক জনসমাগম হয় এ ধরনের কর্মসূচি বন্ধ রয়েছে । এবার শাহজাদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে কোন প্রকার অনুষ্ঠান হয় নি । আজ বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে দিবসটি উপলক্ষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয় । সকাল সাড়ে ৬টা ৩০ মিনিটের সময় শাহজাদপুর উপেজেলা পরিষদ কমপ্লেক্স ভবরেন সমুখস্থ চত্বরে স্মৃতিসৌধে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়জনে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, প্রফেসর মোঃ আজাদ রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ, শাহিদ মাহমুদ ওসি শাহজাদপুর থানা । এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, প্রফেসর মোঃ আজাদ রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ, শাহিদ মাহমুদ ওসি শাহজাদপুর থানা ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy