প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ১০:৩৯ এ.এম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্য সহায়তা পেলেন ৬৮ জন
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্য সহায়তা পেলেন ৬৮ জন
হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
শাহরাস্তিতে করোনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও কল সেন্টারের সহায়তা চাওয়া মোট ৬৮ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
গত ৩ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এসব সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মরনঘাতি করোনা ভাইরাসের (কোভিড ১৯) ঊর্ধ সংক্রমনে ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও খাদ্যকষ্টে থাকা ৩৯ জনকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। জরুরী খাদ্য সহায়তা সেবা ৩৩৩ ও উপজেলা কল সেন্টারের মাধ্যমে এসব উপকারভোগীর তালিকা করা হয়েছে। এছাড়া উপজেলার ১৯ জন সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কেউ খাদ্যকষ্টে থাকলে ফোন করলে তাঁকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy