চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় জরুরী সেবা ৩৩৩ এ ফোন দিয়ে খাদ্যসহয়তা পেলেন অসহায় পরিবার।
২১ আগস্ট জাতীয় জরুরী সেবা ৩৩৩ এবং শাহরাস্তি উপজেলা কলসেন্টারে ফোন করে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” হিসেবে খাদ্য সহায়তা পেলেন ২৭ জন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসহায় পরিবার জাতীয় কল সেন্টারে ফোন দিলে এ খাদ্য সহায়তা পায়।
প্রতিজনকে চাউল ১০ কেজি,তেল ২ লিটার, মশুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি,আটা ১ কেজি, চিনি ১ কেজি করে দেওয়া হয়েছে।
খাদ্য সহায়তাসহ যেকোন প্রয়োজনে শাহরাস্তি উপজেলা কলসেন্টারে (01719-444 444) ফোন করার জন্য অনুরোধ করছি।