শাহরাস্তিতে ৭ জনকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড
হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৭ টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার, সাহেব বাজার, মেহের রেলস্টেশন বাজার, উয়ারুক বাজার, কালিয়াপাড়া বাজার ও কাকৈরতলা বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২৮ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৭ জনকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন, শাহরাস্তির উদ্যোগে মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয় এবং অসহায়, দিনমজুর ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। করোনা মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy