নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খাঁন ও সদস্য সচিব আকরাম এর দিকনির্দেশনায় শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ সাব্বির হোসেন সজিব এর নেতৃত্বে আজ দুপুর ১২ টায় উত্তর বিশিল ২ নং রোডের ছাত্রদলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে মাজারের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে এক নম্বর অতিক্রম করে শাহ আলী থানা সংলগ্ন আদর্শ টাওয়ার এর সামনে গিয়ে মিছিল টি শেষ হয় ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ সাব্বির হোসেন সজিব বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা, ফ্যাসিস্টরা নস্যাৎ করতে চাই । আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে থেকে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছে।
আমরা শাহ্ আলী থানা ছাত্রদল তাদের প্রতিহত করতে বদ্ধপরিকর।ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল অপশক্তি কে শক্ত হাতে দমন করার ঘোষণা দেওয়া হয় ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন,মানিক খাঁন, সাজিদ আল হাসান সবুজ,সৈয়দ রাব্বি সহ শাহআলী থানা, ওয়ার্ড ও ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply