বারাকাত উল্লাহ পাটোয়ারীঃ
বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাহারা হোসেন ঐশী গত রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঐশী লক্ষীপুর সদর হামছাদী ইউনিয়নের সৌরভ হোসেনের বেনুর মেয়ে। তবে তার স্কুল ৭ নং ইউনিয়ন বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্থানীয় রা ধারণা করছেন শিক্ষকের উত্তপ্তের কারণে ঐশী আত্মহত্যা করে থাকতে পারে। লক্ষীপুর মডেল থানাকে অবগত করা হলে তারা এসে ঝুলন্ত অবস্থায় পায় ঐশীকে। ১ং ইউনিয়ন দক্ষিণ হামছাদির রশিদ চেয়ারম্যানের নাতনি ছিলেন সাহারা হোসেন ঐশী।
Leave a Reply