শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। পরে তা স্থগিতের কথা জানায় মন্ত্রণালয়। বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, মৌসুমি ফ্লু কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।