প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ৩:৪৫ এ.এম
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুয়েট, ক্লাস শুরু হচ্ছে সোমবার
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
দেড় বছরের বেশী সময় বন্ধ থাকার পর ২২ অক্টোবর শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর হলসমূহ খুলে দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই হলে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পারছে। ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার থেকে। ইতোমধ্যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস। দেড় বছরের বেশী সময় পর ক্যাম্পাসে আসতে পেরে তাদের ভিতর প্রানবন্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ০৫ নভেম্বর শুক্রবার অন্যান্য শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং তাদের ক্লাস শুরু হবে ০৭ নভেম্বর রবিবার।
এ বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের পদচারণায় মুখরিত হয়েছে কুয়েট ক্যাম্পাস। তিনি আরো বলেন, করোনার কারণে সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় আমাদের শিক্ষার্থীদেরও অপূরনীয় ক্ষতি হয়েছে, লেখাপড়ার প্রতি মনোযোগের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy