আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে দুই ব্যক্তিকে বিনামূল্যে স্বাবলম্বী করে দিয়েছেন শিক্ষার্থীরা। দুটি ছাত্র সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারদের স্বাবলম্বী করার কর্মসূচির মাধ্যমে তাদের হাতে জীবিকা আহরণের সামগ্রী তুলে দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাভারের পানধোয়া এলাকার শারিরীক প্রতিবন্ধী মো. সেলিমকে সবজি বিক্রির জন্য একটি ভ্যান ও বিক্রির জন্য সবজি দেওয়া হয় এবং গকুলনগর এলাকার কর্মহীন বৃদ্ধা হামিদা বানুকে মুরগি এবং মুরগি পালনে প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। একই সঙ্গে তাদের পরিবারের সকল খরচ বহন করার দায়িত্ব নেন তারা।
জাবি পার্শ্ববর্তী এলাকার কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ব্রাদারহুড এবং আমরা মানবতার ধারক-এর পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সংগঠনের সদস্যরা বলছেন, নিজেদের জমানো টাকা দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার জন্য আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তারা বলেন, সমাজে যখন কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব বেড়ে চলেছে তখন আমরা সুন্দর একটি সমাজ গঠনের চেষ্টা করছি। আমাদের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও এমন ইতিবাচক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করছি।
এই দুটি সংগঠনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy