রানা,পটুয়াখালী ঃঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইউ জি ডি পি প্রকল্পের আওতায় বিভিন্ন পাবলিক পরীক্ষা কেন্দ্র সমূহে শিক্ষার্থীদের সুবিধার্থে উন্নত মানের প্লাস্টিকের বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) একথা বলেন। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ জি ডি পি প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী ও প্রেস সভপতি খালিদ হোসেন মিলটন। এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার প্রধানগণ, সুধীসমাজসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলায় ২৯ লাখ টাকা ব্যায়ে ১১টি পাবলিক পরিক্ষা কেন্দ্রে ২৭৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
পরে সংসদ সদস্য জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বনবিভাগের সহযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এবং উম্মুক্ত স্থানের জন্য ফলজ ও বনজ গাছের চারা রোপনসহ বিতরণ করেন।
দুপুর ১টায় মুরাদ নগর আনোয়ার ভিটা রতনদী জি পি এস ভায়া দক্ষিণ কালিকাপুর ক্লিনিক পর্যন্ত ২ হাজর ৭১০ মিটার মাটির রাস্তা বিসি দ্বারা উন্নয়ন এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..