ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অত্র কলেজ অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশে কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ। প্রভাষক রুবেল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহ জাহান কবির, অত্র কলেজের ম্যানেজিং কমিটিং সদস্য মোঃ রফিকুল ইসলাম ও আলহাজ্ব বশির আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, শিক্ষার উন্নয়নের জন্য আমি যেকোন চ্যালেন্জ গ্রহন করতে প্রস্তুত। ইতিমধ্যে আমার প্রতিষ্ঠিত কলেজটি এবার এইচ এসসি পরিক্ষার রেজাল্টে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এবং আগামী ৫ বছরের মধ্যে আমার কলেজটাকে কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে ১ নম্বর যাতে করতে পারি, সেটাই এখন আমার স্বপ্ন। তিনি বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে আমি নিজে আগের থেকে আরো বেশি মনোযোগ সহকারে কলেজটাকে দেখাশুনা করবো এবং এরই ধারাবাহিকতায় শিক্ষকরা আগামী ৫ মাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতিদিন নিয়মিত ক্লাশ সহ শুক্রবার ও শনিবার বিশেষ ক্লাশ নিবেন বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy