প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২১, ৪:৫০ পি.এম
শিক্ষায় ক্ষতি কমিয়েছে অনলাইনে পাঠদান চলছে। – মহাপরিচালক মাউশি
মোফাদ আহমেদ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি॥
অনলাইনে ক্লাস চালু থাকায় মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবেও তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ. গোলাম ফারুক।
তিনি বলেন, ‘করোনায় অনলাইনে ক্লাস চালু ছিল। আমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাস চালিয়েছেন। ফলে খুব সামান্য ক্ষতি হয়েছে। শিক্ষাক্ষেত্রে যেটুকু ক্ষতি হয়েছে, তা ২০২১ সালে কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব।’
গতকাল শনিবার (২০ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এম,সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা অফিসারদের সঙ্গে ‘করোনা পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণ’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘সকল শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের স্কুল-কলেজে ফেরানোর ব্যবস্থা করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ড. গোলাম ফারুক বলেন,‘সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। ইতোমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সবার পরামর্শক্রমে কিভাবে বিদ্যালয়গুলো চালু করা যায় তা গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন,‘এই বৈশ্বিক মহামারিকালে আমরা অনেক কিছু অর্জন করেছি। শিক্ষাক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শ্রেণিকক্ষ পরিস্কার, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
মহাপরিচালক সাংবাকিদের প্রশ্নের জবাবে বলেন, সারা দেশে প্রধান শিক্ষকসহ শিক্ষক সংকট রয়েছে, অচিরে সংকট কেটে যাবে, ‘আমাদের শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে টেলিভিশনে নিয়মিত পাঠদান চালিয়ে গেছেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।’
মাউশির সিলেট অ লের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর মাধ্যমিক কর্মকর্তা আব্দুস সামাদ মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ,কিউ এম শফিউল আজম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিলেট অ লের ভারপ্রাপ্ত পরিচালক মো. নুর-এ-আলম,মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আজিজুর রহমান, মৌলভীবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মো: ফজলুল আলী প্রমুখ। এছাড়া সিলেট জেলার সকল শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাউশি মহাপরিচালক শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। ছবি ১টি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy