শিক্ষা জীবন ধংস করা মানে দেশকে কয়েকশ বছর পিছিয়ে দেয়া
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০১ জুন) দুপুরে শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
Surjodoy.com
এসময় জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান চৌধুরী, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী সোহান কাদির, সাইফুল ইসলাম,নাজমুল সাইদাদ, রাশেদ ইসলাম, জয়পুরহাট মেডিকেল টেকনোলজির শিক্ষার্থী আশরাফুল ইসলাম, স্নাতক এডমিশন শিক্ষার্থী পাপ্পু হোসেনসহ আরও অনেকেই।
The Daily Surjodoy
উক্ত কর্মসূচীতে বক্তরা বলেন,দেশের সকল অফিস-আদালত, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিংমল সবই খোলা আছে। সকল প্রকার উৎসবও পালন হচ্ছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষার্থীদের কথা কেউ ভাবছে না। শিক্ষার্থীরা যে সচেতন, তা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে যেন শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারেন,সেটা তারা প্রতিকীভাবে কর্মসূচিতে দেখিয়ে।
The Daily Surjodoy
বক্তরা আরও বলেন, দীর্ঘ ১৪ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধংস করা মানে দেশকে কয়েকশ বছর পিছিয়ে দেয়া। আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার কারও নেই। আমরা চাই আর বার বার শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষনা না করে স্বাস্থ্যবিধি মেনে সরকার অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক।
The Daily Surjodoy
সমাবেশ শেষে প্রতিকী ক্লাসের আয়োজন করা হয়। এতে ক্লাস নেন আমদই ইউনাইটেড ডিগ্রী কলেজের শিক্ষক ওবায়দুল্লাহ মুসা ও আইসিটি শিক্ষক উৎপল দেবনাথ।
Leave a Reply