প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ২:২৮ এ.এম
শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ান (৫৯বিজিবি)। শনিবার (৩ এপ্রিল) সকালে তেলকুপি গ্রাম হতে ৪১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পলাতক মাদক ব্যবসায়ীরা হল-শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ফলন মিয়া (৩৪) ও একই গ্রামের এজাবুলের ছেলে মোঃ সারোয়ার মিয়া (৩২)।
শনিবার দুপুরে পাঠানো এক প্রেসনোটে ৫৯ বিজিবি জানায়, নায়েক মোঃ মনিরুজ্জামনের নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৭’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়ার ফলন মিয়ার বাড়িতে তল্লাসী চালিয়ে ৪১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফলন ও সারোয়ার পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা। এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল আমির হোসেন মোল্লা পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড (বিজিবি) এরুপ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy