শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বহিরাগত মাদকসেবীদের ও মাদক ব্যবসায়ীদের ঠেকাতে মোড়ে মোড়ে চলছে পুলিশের চিরুনি অভিযান । গত কাল রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, এএইচএম আব্দুর রকিব স্যারের নির্দেশনায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ নেতৃত্বে এসআই মোঃ সাজ্জাদ হোসেন, এসআই শাহারিয়ার হোসেন, এসআই নুরুল ইসলাম,এএসআই মোঃ আব্দুল মালেক এএসআই হাবিব ও সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের টাপ্পু মোড়ে এবং টাপ্পু জিলাপির মোড়,খাসেরহাট বাজার ও কলেজ মোড়ে এলাকায় বহিরাগত মাদকসেবীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালান হয়। পুলিশ জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনের উদ্দেশ্য মাঠে নেমেছে শিবগঞ্জ থানা পুলিশ বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল অালম শাহ। তিনি আরও বলেন বাজারের চায়ের দোকানে ও বিভিন্ন মোড়ে মোড়ে মাদকসেবীদের ঠেকাতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরার পাশাপাশি চায়ের দোকানে আড্ডাবাজি করতে নিষেধ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy