শেখর চন্দ্র সরকার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড, ঘটক, বর সহ আটক ১১ জন, ৪২ হাজার টাকা জরিমানা।
জানা যায়, গতকাল শনিবার উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর (মিল্লিকপুর) গ্রামে সাজু মিয়ার নাবালিকা কন্যা (১৫) কে একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গোলজার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৮) এর সহিত বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর সহ ফোর্স শনিবার সকাল ১০ টায় ধাওয়াগীর (মিল্কিপুর) গ্রামে অভিযান চালান। এসময় উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতি টের পেয়ে বর, ঘটক সহ আত্মীয় স্বজনরা পালানোর চেষ্টা কালে ইউএনও’র নির্দেশে সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। আটকৃতরা হলেন, নারায়নপুর গ্রামের গোলাজার রহমান এর ছেলে বর গোলাম মোস্তফা (২৪), মিল্কিপুর গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে ঘটক রফিকুল ইসলাম, ফাঁসিতলা গ্রামের ধলু মিয়ার ছেলে ভগ্নিপতি সহিদুল ইসলাম, সিঙ্গারপাড়া গ্রামের তয়েজ উদ্দিন এর ছেলে মামা আবু জাফর, রফিকুল এর স্ত্রী আছমা বেগম, আফছার আলীর স্ত্রী মোসলেমা বেগম, রুবেল এর স্ত্রী শাকিলা বেগম, মেহেদুল ইসলাম এর স্ত্রী শারমিন, মেয়ের নানী পাগলী বেগম, সাজু মিয়া ও গাড়ী চালাক নূর আলম।
উপজেলা নির্বাহী অফিসার ও ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আলমগীর কবীর তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বর এর ১০ হাজার টাকা, অনাদায়ে ১০ দিন জেল, ঘটক এর ৫ হাজার টাকা এবং প্রত্যেকের ৩ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy