শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস ও বঙ্গবন্ধু গোল চত্ত্বরে করোনা কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মকাবেলায় সচেতনমূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে এক র্যালী পৌর এলাকা প্রদক্ষিণ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির মোবাইল কোর্ট পরিচালনা করেন, পথচারীরা মাস্ক ব্যবহার না করায় চারজনের ৮০০শ টাকা জরিমানাও করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আলমগীর কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান। সরকারি হাসপাতালের আবাসিক ডাক্তার দেলোয়ার হোসেন নয়ন, শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান কৃষি অফিসার আল মুজাহিদ সরকার সহ-সরকারি কর্মকর্তা বৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy