প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৫:২৪ পি.এম
শিবগঞ্জে বিহার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক যুবকের হাত ও পায়ের রগ কেটে নদিতে নিক্ষেপ…
শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক যুবকের হাত ও পায়ের রগ কেটে নদীতে ফেলে দেয়া হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ ও সরেজমিনে গিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের হাটে রবিবার সকালে এই ঘটনা ঘটে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম রবিউল ইসলাম। তিনি বিহার ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মহিদুল ইসলাম রবিউলের ভাই শিমুল হত্যা মামলার প্রধান আসামি। স্থানীয়রা জানান, রবিউলের পরিবার আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের সমর্থক।
রবিউলের ভাই স্থানীয় ইউপি সদস্য আবু রায়হান অভিযোগ করেন, ভোটে প্রার্থী হওয়ার পর থেকেই মহিদুল ও তার কর্মীরা গ্রামে তাণ্ডব শুরু করেন। বিহার হাটে গত ১৭ অক্টোবর রাতে তারা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে জখম করে। হাটের দুটি দোকানও ভাংচুর করে।
রায়হান আরও অভিযোগ করেন, ওই ঘটনায় দুটি মামলাও হয়েছে। সবশেষ রবিবার দুপুরের দিকে নৌকার কর্মীরা বিহার হাটে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধর করতে থাকে। সেখানে স্থানীয়রা বাধা দিলে নৌকার কর্মীরা বাজার ছেড়ে বিভিন্ন পাড়ায় ঢুকে তাণ্ডব চালায়। অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
রায়হান জানান, এ সময় তার বাড়িতেও হামলা চালানো হয়। তার ভাই রবিউলকে তুলে নিয়ে দুই হাত ও ডান পায়ের রগ কেটে নাগর নদীতে ফেলে দেয়া হয়। রায়হান আরও জানান, গত ৩১ ডিসেম্বর তার আরেক ভাই শিমুলকে তুলে নিয়ে মারধর করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেলে আসে নৌকার কর্মীরা। সেখানেই মারা যান শিমুল। এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী মহিদুলকে আসামি করে মামলাও হয়। এবারের নির্বাচনে রায়হান ও তার পরিবার নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ক্ষিপ্ত ছিলেন মহিদুল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy