শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ৪টি মুরগির শেডে অগ্নিকান্ডে প্রায় ৩ হাজার ব্রয়লার মুরগি পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন।
জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার দহিলা গ্রামের আফজাল হোসেন এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মুনছুর রহমান এর মুরগির শেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে মুহুর্তের মধ্যে ৪টি মুরগির শেড পুড়ে ভষ্মীভূত হয় । সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ছোট ২ হাজার ও বড় ১ হাজার বয়লার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে ফায়ার স্টেশন অফিসার, বেলজার হোসেন, লিডার আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
এব্যাপারে ব্যবসায়ী মুনছুর রহমান বলেন, বড় আশা করে আমি রজমান মাসের জন্য বড় মুরগিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে রেখে ছিলাম কিন্তু হঠাৎ আগুন লাগার কারণে আমার মুরগি সহ ৪ টি শেড পুড়ে গিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি স্বাধিত হয়েছে।